Cart

0

Aqidah

ইসলামী আকীদার শরয়ী সংজ্ঞা

ইসলামী আকীদা কি শুধুই কিছু নির্দিষ্ট বিষয়ের উপর বিশ্বাস স্থাপন?
নাকি বিশ্বাসের পাশাপাশি বিশ্বাসটাকে ‘কর্মে’ রুপান্তর?
আসুন এর উত্তরটা জেনে নিই ‘আহলুস সুন্নাহ ওয়াল জামা‌’আতের আকীদা’ বই থেকে।

ইসলামী আকীদা হচ্ছে–“আল্লাহর প্রতি, তাঁর উলূহিয়্যাত, রুবূবিয়্যাত ও আসমা ওয়াস সিফাতের প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর নাযিলকৃত কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি, শেষ দিবস তথা আখিরাতের প্রতি ও তাকদীরের ভাল-মন্দের প্রতি এবং শরীয়তের বিশুদ্ধ নস বা ভাষ্যসমূহে দীনের মৌলিক ও গায়েবী বিষয়ে যা কিছু এসেছে ও যেসকল বিষয়ে সালাফে সালেহীনগণ একমত হয়েছেন সেগুলোর প্রতি সুদৃঢ় বিশ্বাস পোষণ করা এবং হুকম, নির্দেশ, ফয়সালা ও শরীয়ত নিরূপণের ক্ষেত্রে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা এবং আনুগত্য, ফয়সালা ও অনুসরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের দ্বিধাহীন আনুগত্য করা”।

অতএব, ইসলামী আকীদা অন্যান্য ধর্মের ন্যায় কেবলমাত্র কোনো থিওর নয়; বরং ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণের পাশাপাশি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা ইসলামী আকীদার অন্তর্ভুক্ত।

উৎস : আহলুস সুন্নাহ ওয়াল জামা‌’আতের আকীদা, পৃ : ১২

বইটির-অর্ডার করুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X